Welcome

اَلسَّلَام عَلَيْكُم‎ (as-salam alaykum)


সূরা আল-ফাতিয়াহ



"আল-ফাতিয়াহ" অভিব্যক্তির প্রাথমিক আক্ষরিক অর্থ হ'ল "উদ্বোধক"।
এজন্য এই সূরাটিকে "গ্রন্থের উদ্বোধক" বলে।


TRANSLATION - মুহিউদ্দিন খান (MUHIUDDIN KHAN) 









শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।





যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।




যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।





যিনি বিচার দিনের মালিক।




আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।




আমাদেরকে সরল পথ দেখাও,





সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।